পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত বাড়ছেই

আপডেট: April 22, 2020 |

ভারতের  পশ্চিমবঙ্গে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল থেকে ৩১জন নয়া আক্রান্ত হয়েছেন, মারা গেছেন আরও দুইজন। সব মিলিয়ে মোট আক্রান্ত ৪২৩, মৃত ১৫। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৭৩।

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। সেই কারণে বিশেষ মেডিক্যাল টিম পাঠিয়েছে তারা। প্রথমে সহযোগিতা পায়নি রাজ্যের এই অভিযোগ উঠলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড় চিঠির পর বিভিন্ন জায়গা পরিদর্শন করে দেখেছে এই বিশেষ টিম।

কলকাতা ও সংলগ্ন এলাকায় ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংথ্যা। এই নিয়ে রীতিমত উদ্বিগ্ন রাজ্য ও কেন্দ্র।

সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, সেটি খেয়াল রাখতে নিজে মাঠে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর