করোনা রোগী ১১ দিন পর কাউকে আক্রান্ত করে না, নতুন গবেষণা

আপডেট: May 24, 2020 |
print news

সিঙ্গাপুরের সংক্রমণ বিশেষজ্ঞরা দাবি করেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পর রোগীরা আর অন্য কাউকে আক্রান্ত করতে পারে না। এমনকি নিজেরা পজিটিভ থাকলেও তখন আর অন্যদের সংক্রমিত হওয়ার ভয় থাকে না। নতুন এক গবেষণায় তারা এ ফল পেয়েছেন বলে দাবি করছেন।

সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকটিয়াস ডিজিস এবং অ্যাকাডেমি অব মেডিসিন যৌথ ওই গবেষণা করেছে।

গবেষকরা বলছেন, অসুস্থ হওয়ার ১১ দিন পর আর কেউ অন্যদের আক্রান্ত করতে পারে না। এ গবেষণায় তারা ৭৩ জন করোনা রোগীর ওপর পর্যবেক্ষণ চালান। পরে এ ফল পেয়েছেন গবেষকরা। আর এই ফলের ভিত্তিতে সে দেশে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেয়া হতে পারে।

বর্তমানে সিঙ্গাপুরে করোনা রোগী পরের পরীক্ষায় নেগেটিভ হয়ার চেয়ে তিনি অন্যদের আক্রান্ত করতে পারেন কিনা, সে ব্যাপারে গুরুত্ব দেয়া হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণাটি মূল্যায়ন করার কথা। সে দেশে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২৩ জন।সূত্র : ব্লুমবার্গ

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর