ভারতে টানা তৃতীয় দিন দৈনিক আক্রান্ত ৬ হাজার ছাড়াল

আপডেট: May 24, 2020 |

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৬৭ জনের করোনা পজিটিভ হয়েছে। শনিবার এই সংখ্যা ছিল ৬ হাজার ৬৫৪ জন। রোববার (২৪মে) দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এনিয়ে টানা তৃতীয়দিন ভারতে দৈনিক আক্রান্ত ৬ হাজার ছাড়ালো। প্রতিদিনই রেকর্ড সংখ্যক কোভিড-১৯ রোগী পাওয়া যাচ্ছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩১ হাজার ৮৬৮ জন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৪৭ জনের। শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৮৬৭ জন।

দেশে বর্তমানে করোনায় চিকিৎসা নিচ্ছে ৭৩ হাজার ৬১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪ হাজার ৪৪১ জন। সেরে ওঠার হার ৪১.২৮ শতাংশ।

দেশটিতে করোনায় সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র, সেখানে ৪৭ হাজার ১৯০ জন আক্রান্ত ও ১ হাজার ৫৭৭ জন মারা গেছে।

গত মার্চের শেষ দিকে সংক্রমণ ঠেকাতে ভারতে লকডাউন জারি করা হয়। তা চতুর্থ দফায় বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয় গত সপ্তাহে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর