পাকিস্তান থেকে আবার ভারতে পঙ্গপাল ঢুকবে

আপডেট: June 11, 2020 |

ভারতের দিকে ফের ছুটে আসছে পঙ্গপালের ঝাঁক। মৌসুমি বাতাসে ভর করে আফ্রিকার দেশগুলো থেকে বেরিয়ে আসা পঙ্গপালের ঝাঁক আরব সাগর পাড়ি দিয়ে এরই মধ্যে ঢুকে পড়েছে পাকিস্তানে।

আর পাকিস্তান থেকে পঙ্গপালের ছুটে চলা এখন ভারতের দিকেই। শিগগিরই তারা পাঞ্জাব ও রাজস্থানে ঢুকে পড়বে বলে আগাম সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় পঙ্গপাল সতর্কীকরণ সংস্থা। ওয়ান ইন্ডিয়া জানায়, এবার আর মাত্র কয়েক সপ্তাহ পরই ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এসে ঢুকবে ভারতে।

এর আগে গত মে মাসের মাঝামাঝি সময়ে প্রথম দফায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোনো অঞ্চল থেকে এক ঝাঁক পঙ্গপাল ভারতের রাজস্থানের আজমিরে প্রবেশ করে।

সে সময় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ভারতকে সতর্ক করে দিয়েছিল যে, আগামী ২২ জুনের মধ্যে পাকিস্তান থেকে আরও কয়েক ঝাঁক পঙ্গপাল ভারতে প্রবেশ করবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর