সিলেট নেয়া হবে কামরানের মরদেহ

আপডেট: June 15, 2020 |

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ নেওয়া হবে সিলেটে।

আজ সোমবার (১৫ জুন) সকালেই তার মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা করা হবে।

এমনটি জানিয়েছেন কামরান পরিবারের ঘনিষ্টজন যুবলীগ নেতা মেহেদী কাবুল। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন পরিবারের লোকজন।’

এদিকে সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ সোমবার সকাল ৯টায় বৈঠকে বসবেন বলে জানা গেছে। ওই বৈঠকে মরদেহ সিলেটে আনার পর জানাযাসহ করণীয় বিভিন্ন বিষয় নির্ধারণ করা হবে।

আওয়ামী লীগ নেতারা বলেন, ‘করোনা আক্রান্ত কেউ মারা গেলে স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম না করে দাফন ও জানাযা করার নিয়ম থাকলেও বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেটের গণমানুষের নেতা। তাই তার জানাযায় অনেক মানুষই চলে আসতে পারে। এক্ষেত্রে কী করণীয় তা নির্ধারণে বৈঠকে বসবেন তারা। এ নিয়ে প্রশাসনের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন নেতারা।’

উল্লেখ্য, রোববার (১৪ জুন) দিনগত রাত ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর