হ্যান্ড স্যানিটাইজার খেয়ে মৃত ৩, দৃষ্টিশক্তি হারালেন আরো একজন
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এখন অনেকেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন। তবে স্যানিটাইজার নিয়ে এবার ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। হ্যান্ড স্যানিটাইজার খেয়ে মৃত্যু হয়েছে তিনজনের। দৃষ্টিশক্তি হারিয়েছেন অপর এক জন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোতে।
নিউ মেক্সিকো স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন জানাচ্ছেন, হ্যান্ড স্যানিটাইজার খাওয়ার পরে আরো ৩ জনের অবস্থা গুরুতর। মনে করা হচ্ছে, যে ৭ জন ব্যক্তি এই হ্যান্ড স্যানিটাইজার খেয়েছে, যাতে মিথেনল ছিল।
মেক্সিকোর স্বাস্থ্য সচিব জানিয়েছেন, যদি কখনো মনে হয় কোনো ব্যক্তি ভুল করে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে নেন, তবে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। অনেকে আবার মনে করছেন, কিছু মানুষ হয়তো অ্যালকোহল না পেয়ে স্যানিটাইজার খেয়ে ফেলেছিলেন।
চিকিৎসকেরা জানাচ্ছেন, ব্যাপারটা এমন নয় যে স্যানিটাইজার খেলে বাঁচা অসম্ভব। কিন্তু যত তাড়াতাড়ি লোকেরা হাসপাতালে আসবে, সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি।
মিথানলের অতিরিক্ত মাত্রার সংস্পর্শে বমি বমি ভাব, মাথাব্যথা, স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার আগে অনেক কারাগারে স্যানিটাইজারের ব্যবহার নিষিদ্ধ ছিল। এক্ষত্রে ভয় ছিল বন্দীরা এটা খেয়ে ফেলতে পারে বা আগুন লাগাতে ব্যবহার করতে পারে।
সূত্র- কলকাতা ২৪।
বৈশাখী নিউজ/ ফারজানা