করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী
আপডেট: July 8, 2020
|
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংগীত শিল্পী সেলিম চৌধুরী। বর্তমানে সিলেটের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এই শিল্পী।
করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে সেলিম চৌধুরী জানান, সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন তিনি। সোমবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজলোর শমশেরনগর বাজারের নিজ বাসায় ছিলেন তিনি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া জানান, ২ এবং ৩ জুলাই যে নমুনা ঢাকা পাঠানো হয় তার রেজাল্ট আসে সোমবার। এতে কমলগঞ্জ উপজলোয় সংগীত শিল্পী সেলিম চৌধুরীসহ ৬ জনের করোনা শনাক্ত হয়।
বৈশাখী নিউজ/ জেপা