মা-বাবার সম্পত্তিতে সমান উত্তরাধিকারী মেয়েরাও!

আপডেট: August 11, 2020 |
print news

ছেলেরাও যেমন বিবাহিত হলেও সন্তান‌ই থাকেন, তেমনভাবে মেয়েরাও বিবাহিত হলেও মা-বাবার সন্তান‌ই থাকেন। তাই তাদের সম্পত্তিতে ছেলেদের সমান অধিকার মেয়েদেরও। মঙ্গলবার (১১ আগস্ট) এমনটাই জানালো ভারতীয় সুপ্রিম কোর্ট।

ভারতের হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন ২০০৫ অনুযায়ী মা-বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান উত্তরাধিকার থাকে। কিন্তু ২০০৫ সালে এই সংশোধনীর আগে যদি কার‌ও মা-বাবা মারা গিয়ে থাকেন তাহলেও কি এই নিয়ম প্রযোজ্য হবে?

বেশ কিছু মামলার শুনানির ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়েছিল এই বিষয়টিকে কেন্দ্র। সেই উদ্দেশ্যেই আজকে বিষয়টি স্পষ্ট করে দিল সর্বোচ্চ আদালত।

রেট্রোস্পেক্টিভ এফেক্ট অর্থাৎ এই সংশোধনীর পর ২০০৫ সালের আগের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

আদালতের বক্তব্য অনুযায়ী- বিয়ের পর মা-বাবার সম্পত্তিতে মেয়েদের উত্তরাধিকার বজায় থাকে। এর আগেও ২০১৬ ও ২০১৮ সালে এ বিষয়ে প্রশ্ন উঠেছিল। সূত্র- জিনিউজ।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর