ভারতে ২৪ ঘণ্টায় হাজারের বেশি মৃত্যু

আপডেট: August 14, 2020 |

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৬৪ হাজার ৫৫৩ জন আক্রান্ত হয়েছেন। আর একই সময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ হাজার ৭ জন। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তরে সংখ্যা দাঁড়াল ২৪,৬১,১৯০। এখনও চিকিত্সাধীন রয়েছেন ৬,৬১,৫৯৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৭,৫১,৫৫৫ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮,০৪০। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১.৯৫ শতাংশ।

এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৬০,১২৬ জন। আক্রান্তের সংখ্যার হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৩,২০,৩৫৫। মৃত ৫,৩৯৭ জন। অন্ধ্রপ্রদেশ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৬৪,১৪২ জন। কর্নাটকে আরও ৬,৭০৬ সংক্রমণে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর