আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস, ‘কালো দিবস’ পালন করছে এমকিউএম

আপডেট: August 14, 2020 |

পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ঘোষণা দিয়েছে, আজ ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করা হবে। মহাজির, সিন্ধি, বেলোচ, পাস্তুনসহ অন্যান্য জাতিগোষ্ঠীর ওপর নিপীড়নের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।সূত্র : এএনআই

জানা গেছে, আলতাফ হোসেন প্রতিষ্ঠিত এমকিউএম এর পক্ষ থেকে আজ কালো দিবসের গাড়ি র‌্যালি করবে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়াসহ অন্যান্য বিদেশি ইউনিট।

এরই মধ্যে কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। কালো দিবস পালনের জন্য কমিটির বৈঠক হয়েছে। কেন্দ্রীয় কমিটি বৈঠক করে কালো দিবস পালনের জন্য নানা উপ-কমিটি গঠন করে দিয়েছে।

এমকিউএম এর বিদেশের সংগঠকরা বলছেন, পাকিস্তানের সেনাবাহিনী, প্যারা-মিলিটারি রেঞ্জার ও অন্যান্য বাহিনী মহাজির থেকে শুরু করে সিন্ধি, বেলোচ, পাস্তুনসহ অন্যান্য জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিনা বিচারে হত্যাকাণ্ড চলছে, অবৈধভাবে আটকের ঘটনা ঘটছে, বন্দি করে রাখা হচ্ছে এবং নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এসব কাজ প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে।

এমকিউএম সংগঠকরা ঘোষণা দিয়েছে, রাষ্ট্র কর্তৃক এ ধরনের বর্বরতার ব্যাপারে বিক্ষোভ অব্যাহত থাকবে।

বৈশাখী নিউজফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর