স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন সিরিজ বোমা হামলার বিচারের দাবিতে

আপডেট: August 18, 2020 |

দেশব্যাপী সিরিজ বোমা হামলার বিচার দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার সকালে গুলশান ১ নম্বরে মানববন্ধন কর্মসূচীটি পালন করা হয়। সেইসাথে, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর  খুনীদের দেশে ফিরিয়ে ফাঁসির দণ্ড কার্যকর করার দাবি জানান স্বেচ্ছাসেবক লীগ নেতারা।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, দোষীদের সবার দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, জাতির পিতার হত্যাকারীরা এখনো তৎপর। এদের বিরুদ্ধে নেতাকর্মীদের সদা সোচ্চার থাকতে আহ্বান জানান তিনি।

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, জাতির পিতার পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির দণ্ড কার্যকর করতে হবে। পাশাপাশি, হত্যার নেপথ্যে জড়িত জাতীয় ও আন্তর্জাতিক অপশক্তির  প্রকৃত মুখোশ উন্মোচন করার দাবি জানান তিনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, ইসহাক মিয়া, তারিক সাঈদ, আনিছুর রহমান নাঈম।


মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের নেতারা

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয়  নেতা মুজিবুর  রহমান স্বপন, আবু তাহের, দেবাশীষ বিশ্বাস, আব্দুল আলিম বেপারি, মানিক ঘোষ, খায়রুল হাসান জুয়েল, নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আফম মাহবুবুল হাসান, আজিজুল হক আজিজ,রফিকুল ইসলাম বিটু, আনোয়ারুল আজিম সাদেক, ওবায়দুল হক খান, ইঞ্জিনিয়ার কোবাদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর