মার্কিন ড্রোনে ঈগলের হামলা!

আপডেট: August 20, 2020 |

আমেরিকার আকাশে ড্রোন উড়াতে গিয়ে বিপাকে পড়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার কড়া উড়ন্ত ড্রোনে হামলা করে বিরাট এক ঈগলপাখি। তার ডানার ঝাপটায় ড্রোনটি মুহূর্তে মাটিতে পড়ে যায়। ঝাপটার এতই জোর ছিল যে, পুরো ড্রোনটাই খারাপ হয়ে গিয়েছে। এই ড্রোন যথেষ্ট দামী ছিল। অন্যদিকে এইপাখি আবার আমেরিকার জাতীয় পাখি।

যতক্ষণে ড্রোনের চালক ব্যাপারটি বুঝতে পারে ততক্ষণে ঈগলের হানার কবলে পড়ে যায় ড্রোন। ঈগল ছেড়ে দিতেই সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে নিচে পড়ে, আর সম্পূর্ণ ভেঙে যায় ড্রোনটি। এই ড্রোনটির দাম ছিল প্রায় ৭০ হাজার টাকা।

জানা গেছে, আকাশে মাত্র মিনিট সাতেক উড়েছিল ওই ড্রোনটি। এরপরেই হামলা করে ঈগল। আর সাড়ে তিন সেকেন্ডের মধ্যে ড্রোনটিকে ধ্বংস করে দেয় ঈগলটি।

ধারণা করা হচ্ছে, ড্রোনটিকে সম্ভবত শত্রু হিসেবে ভেবে নিয়েছিল পাখিটি। তাই কালবিলম্ব না করে ঈগলটি হামলা চালায় ড্রোনের ওপরে। অথবা সেটিকে খাদ্য ভেবে নিয়েই হামলা চালিয়েছিল ঈগল। আর মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংস করে দেয় সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা ড্রোনটিকে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর