চীনের নতুন অপটিক্যাল রিমোর্ট সেনসিং স্যাটেলাইট উৎক্ষেপণ

আপডেট: August 23, 2020 |
print news

চীন আজ রোববার সকাল ১০ টা ২৭ মিনিটে (বেইজিং সময়) উত্তর পশ্চিমাঞ্চলীয় জিকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি নতুন অপটিক্যাল রিমোর্ট সেনসিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। গাওফেন ৯০৫ স্যাটেলাইট একটি লং মার্চ ২ডি রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়।

এটি প্রধানত ভূমি জরিপ, নগর পরিকল্পনা, ভূমি অধিকার নিশ্চিতকরণ, সড়ক নেটওয়ার্কের নকসা, শস্য উৎপাদন পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবেলা ও প্রতিরোধের কাজে ব্যবহার করা হবে। এটি অবশ্য বেল্ট এন্ড রোড কনস্ট্রাকশনের তথ্যও সরবরাহ করবে।

এ ছাড়াও একটি বহুমুখী পরীক্ষণ স্যাটেলাইট এবং তিয়ানতুন ৫ নামে অপর একটি স্যাটেলাইটও উৎক্ষেপণ করা হয়েছে।
একাডেমি অব মিলিটারি সায়েন্স উদ্ভাবিত বহুমুখি টেস্ট স্যাটেলাইট কক্ষপথে যোগাযোগ, নেভিগেশন এবং রিমোট সেনসিং টেকনোলজি পরীক্ষা ও যাচাই করবে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি উদ্ভাবিত তিয়ানতু-৫ জাহাজ, এয়ার ক্রাফট, বয়া এবং ইন্টারনেটের জন্য ডাটা সংগ্রহ প্রযুক্তি পরীক্ষা ও যাচাই করবে। রোববারের এই উৎক্ষেপণ ছিল, লং মার্চ রকেট সিরিজের ৩৪৩ তম মিশন। (বাসস)

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর