এবার র‌্যাম্বো হয়ে আসছেন টাইগার শ্রফ

আপডেট: August 28, 2020 |
print news

বলিউডের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ ভক্তদের জন্য সুখবর। সিলভারস্টোনের ‘র‍্যাম্বো’ ছবিটির রিমেক নিয়ে আসছেন তিনি।

২০১৬ সালে কথা ছিল শুরু হবে সিনেমাটির কাজ। নায়ক হিসেবে ঘোষণা করা হয় টাইগারকেই। ছবিটি পরিচালনার দায়িত্ব পড়ে সিদ্ধার্থ আনন্দের কাঁধে। তবে যশরাজ ফিল্মসের ব্যস্ত শিডিউলের গ্যাড়াকলে পড়ে কাজটি শুরু হতে দেরি হয়েছে।

অবশেষে নতুন করে জানা গেল শুরু হচ্ছে এর কাজ। যশরাজ ফিল্মসের বেশকিছু নতুন প্রজেক্টের সঙ্গে এটিও নির্মিত হবে। তবে পরিবর্তন আনা হয়েছে পরিচালকের জায়গাটিতে। সিদ্ধান্তের বদলে দর্শকদের বহুল কাঙ্ক্ষিত এই সিনেমাটি পরিচালনা করবেন রোহিত ধাওয়ান।

সিনেমাটি কবে নাগাদ শুরু হবে সেই বিষয়ে জানতে চাওয়া হলে প্রযোজনা প্রতিষ্ঠানের এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোহিত বর্তমানে আল্লু আর্জুনের সিনেমা ‘ভাইকুন্থাপুরামুলো’ এর রিমেক তৈরি করছেন কার্তিক আরিয়ানকে দিয়ে। তাই এই সিনেমাটির কাজ শেষ হলে সামনের বছর ‘র‌্যাম্বো’র রিমেকের কাজ শুরু হবে টাইগারকে নিয়ে।

ছবিতে টাইগারের বিপরীতে কে থাকবেন সেটি অবশ্য এখনো ঠিক করা হয়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর