এবার নেটফ্লিক্সে দেখা যাবে হ্যারি-মেগানকে

আপডেট: September 3, 2020 |
print news

এবার ব্রিটিশ যুবরাজ হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সিরিজ ও অনুষ্ঠানে। বেশ কয়েকটি অনুষ্ঠান তৈরির জন্য নেটফ্লিক্সের সাথে চুক্তি করেছেন তারা। বুধবার এই চুক্তির খবর জানান নেটফ্লিক্সের প্রধান টেড সারানডোস। খবর স্কাই নিউজের।

মেগান জানিয়েছেন, নেটফ্লিক্সের অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে চান তারা। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তথ্যচিত্র, ডকু-সিরিজ, ফিচার ফিল্ম ও শিশুদের অনুষ্ঠান।

ব্রিটিশ রাজপরিবারের পদবি ত্যাগের ছয় মাস পর বিনোদন জগতে আসার এ উদ্যোগ নিলেন হ্যারি-মেগান দম্পতি। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনেকটা লোকচক্ষুর আড়ালে বসবাস করছেন।
প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে হ্যারি (৩৫) ও মেগান মার্কেলের (৩৮) দেখা হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ সময় প্রেম করার পর ২০১৮ সালের মে মাসে উইন্সরের সেন্ট জর্জ চ্যাপেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন তারা।

ডায়ানাপুত্র হ্যারিকে বিয়ে করার আগে মেগান মার্কেলের পেশা ছিলে অভিনয়। যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করতেন তিনি।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর