করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলো সানোফি ও জিএসকে

আপডেট: September 4, 2020 |
print news

করোনাভাইরাস প্রতিরোধে সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলো ফরাসি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সানোফি এবং ব্রিটিশ কোম্পানি জিএসকে। ডিসেম্বরের মধ্যেই তৃতীয় বা চূড়ান্ত ধাপের পরীক্ষায় পৌঁছানোর লক্ষ্য প্রতিষ্ঠানগুলোর। ফলাফল ইতিবাচক হলে আগামী বছরের প্রথমার্ধে এ ভ্যাকসিনটি অনুমোদন পাবে।

যুক্তরাষ্ট্রে ৪৪০ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন এ কার্যক্রমে। সুরক্ষা, সহনশীলতা এবং প্রতিরোধ প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে ট্রায়ালে। প্রতিষ্ঠানগুলোর দাবি, মৌসুমী ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের মতোই রি-কম্বিনেন্ট প্রোটিন ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরইমধ্যে, যুক্তরাষ্ট্র-ব্রিটেন এবং ইইউকে টিকা সরবরাহে চুক্তি করেছে প্রতিষ্ঠানগুলো।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর