ভারতে করোনায় আক্রান্ত ৫৪ লাখ ছাড়াল

আপডেট: September 20, 2020 |

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৩ জন মারা গেছেন। একই সময়ে ৯২ হাজার ৬০৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৮৬ হাজার ৭৫২ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪ লাখ ৬১৯। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৩ হাজার ৪৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৬১২ জন। সুস্থতার হার ৭৯ দশমিক ৬৭ শতাংশ।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, কেরালা ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩২ হাজার ২১৬ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৭৫১ জন, কর্ণাটকে ৭ হাজার ৯২২ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৩০২ জন, উত্তরপ্রদেশে ৪ হাজার ৯৫৩ জন এবং দিল্লিতে ৪ হাজার ৯৪৫ জন।

করোনাভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর