হল ভাড়া করে নিজের জন্মদিন পালনে প্রধানমন্ত্রীর ‘না’

আপডেট: September 27, 2020 |
শেখ হাসিনা 22
print news

বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। আওয়ামী লীগের পক্ষ থেকে তার জন্মদিন ব্যাপক আকারে পালনের চিন্তা ভাবনা থাকলেও তাতে বরাবরই প্রধানমন্ত্রীর অনিহা। এবার করোনাকালে বঙ্গবন্ধু কন্যার জন্মদিন উদযাপনে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে হল ভাড়া করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। তবে এই প্রস্তাবেও সম্মতি দেননি প্রধানমন্ত্রী।

এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর অনিচ্ছায় তার জন্মদিন উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে হচ্ছে না। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, করোনাকালে হল ভাড়া করে আমার জন্মদিন পালন করতে হবে না।

তাই বঙ্গবন্ধু কন্যার অনিচ্ছায় জন্মদিন উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর