ধোনির বিশ্বরেকর্ড ভাঙলেন মিচেল স্টার্কের স্ত্রী

আপডেট: September 27, 2020 |
হিলি
print news

ভারতের মহেন্দ্র সিং ধোনির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। আন্তর্জাতিক টি-টিয়োন্টি ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সব থেকে বেশি শিকারের নিরিখে ধোনিকে টপকে যান এই অজি তারকা।

ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টিয়োন্টি ম্যাচে বিশ্বের সব থেকে সফল উইকেটকিপার এখন হিলি, যিনি সম্পর্কে অজি পেসার মিচেল স্টার্কের স্ত্রী।

ক্যাচ ও স্টাম্প মিলিয়ে আন্তর্জাতিক টি-টিয়োন্টি ক্রিকেটে ধোনির শিকার ৯১টি। এতদিন এটিই ছিল রেকর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের
দ্বিতীয় টি-টিয়োন্টি ম্যাচে দুটি স্টাম্প আউট করার মধ্য দিয়ে হিলির সংগ্রহ দাঁড়ায় ৯২টি শিকার।

সুতরাং, এখন থেকে এই বিশ্বরেকর্ডটি লেখা থাকবে হিলির নামেই। যতোক্ষণ না তার এই রেকর্ড কেউ ভেঙে না দেয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর