প্রকাশ হলো ই-বই ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী’

আপডেট: September 29, 2020 |
Boishakhinews 340
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সম্পাদনায় ই-বই- ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী’।

অনলাইনে ডিজিটাল এই বইটি সবার জন্য উন্মুক্ত করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে ৩৩৬ পৃষ্ঠার এই তথ্য-চিত্রবহুল ঐতিহাসিক বইটি। রয়েছে ১৯টি নিবন্ধ এবং একটি বিশেষ ফটো অ্যালবাম।

অনলাইনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সাংবাদিক ইয়াসিন কবির জয়।

বইটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী। বইটির সম্পাদক মোস্তাফা জব্বার এসময় ওয়েবিনারে সংযুক্ত ছিলেন।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর