রাজশাহীতে গির্জায় আদিবাসী কিশোরী ধর্ষণ, গির্জার ফাদার অভিযুক্ত

আপডেট: September 29, 2020 |

রাজশাহীর তানোরে উপজেলার মুন্ডমালা মাহালিপাড়া সাধু জন মেরি ভিয়ান্নি গির্জায় ১৫ বছরের এক আদিবাসী কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই গির্জার ফাদার প্রদীপ গ্যাগরীর বিরুদ্ধে। এ ঘটনার জন্য মঙ্গলবার গির্জা কর্তৃপক্ষ তাকে সরিয়ে দিয়েছে ।

ধর্ষণের শিকার কিশোরী মুন্ডমালা মাহালিপাড়া এলাকার বাসিন্দা। এখনও ওই কিশোরীকে গির্জায় আটকে রাখা হয়েছে শুনে তানোর থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে । তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন ।

ঘটনার শিকার ওই কিশোরীর স্বজনদের ভাষ্যমতে, গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ওই কিশোরী গির্জার পাশে ঘাস কাটতে গিয়েছিল । এরপর সে আর বাড়ি ফেরেনি। অনেক খুঁজেও পরিবার তার সন্ধান পায়নি । তাই নিখোঁজের বড় ভাই থানায় সাধারণ ডায়েরি করেছিলেন ।

নিখোঁজের দুদিন পর ২৮ সেপ্টেম্বর খবর আসে ওই কিশোরীকে ফাদার গির্জার অভ্যন্তরে নিজ কক্ষে আটকে রেখেছেন । এ নিয়ে গ্রামের মোড়ল ও মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডির নেতৃত্বে গির্জায় সালিশ বৈঠকে বসে।

ফাদার প্রীপ গ্যাগরী ওই কিশোরীকে আটকে রেখে ধর্ষণের কথা স্বীকার করেছেন । পরে তাকে কমিউনিটির নেতারা সেখান থেকে সরিয়ে রাজশাহীতে নিয়ে গেছেন ।

কামেল মার্ডি বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেছেন, মেয়েটি সেখানে স্বেচ্ছায় নাকি তাকে জোর করে সেখানে নেয়া হয়েছিল সেটি আমি জানতে পারিনি। সে ধর্ষণের শিকার হয়েছে কিনা সেটিও ঠিক ভাবে বলতে পারবনা।
তবে তাকে ফাদারের কক্ষে পাওয়া গেছে। মেয়েটি এ ঘটনার পর তার পরিবারে ফিরে যেতে রাজি হয়েছে। ফলে মিশন থেকে তার পড়ালেখাসহ যাবতীয় দায় দায়িত্ব নেয়া হয়েছে। এর বেশিকিছু তিনি জানেন না।

অভিযুক্ত ফাদার প্রদীপ গ্যাগরীর মোবাইলে ফোন করা হলেও মোবাইল সংযোগ পাওয়া যায়নি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানিয়েছেন, এ ঘটনায় ওই কিশোরীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ও আইনগত ব্যবস্থা নিচ্ছে ।

Share Now

এই বিভাগের আরও খবর