ব্রিটেনে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় অ্যালেক্স

আপডেট: October 1, 2020 |

শক্তিশালী ঘূর্ণিঝড় অ্যালেক্স আঘাত হানতে যাচ্ছে ব্রিটেনে। ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যেই ব্রিটেনে আঘাত হানতে পারে জানিয়ে সতর্কতা সংকেত জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।

এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, ঝড়ের সময় সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে। এসময় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টা প্রতি ১০০ কিমি থেকে ১০৪ কিমি। এছাড়া ঝড়ের প্রভাবে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, এক প্রতিবেদনে ইয়াহু নিউজ জানিয়েছে, ফরাসি আবহাওয়া বিভাগ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে অ্যালেক্স। কর্তৃপক্ষ বলছে, আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে শক্তিশালী এই ঝড়ের কারণে। খারাপ আবহাওয়ার কারণে ইংল্যান্ডের দক্ষিণ ভাগে রাস্তা, রেল, বিমান ও ফেরি পরিবহনে বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর