ফেসবুকে হোম টাউন হিসেবে নাটোর সিলেক্ট করা যাচ্ছে : পলক

সময়: 7:20 pm - October 1, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাটোর জেলাকে হোম টাউন বা কারেন্ট সিটি হিসেবে সেভ করার সমস্যাটি সমাধান করা হয়েছে। এখন থেকে নাটোর জেলাকে হোম টাউন বা কারেন্ট সিটি হিসেবে সেভ করা যাচ্ছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এতথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।

ফেসবুকে জুনায়েদ আহমেদ পলক লেখেন, শুভ সকাল। ফেসবুকে নাটোর জেলাকে হোম টাউন বা কারেন্ট সিটি সেট করার সমস্যাটি সমাধান করা হয়েছে। এখন থেকে ‘Natore’ জেলাকে হোম টাউন বা কারেন্ট সিটি হিসেবে সেভ করা যাচ্ছে, যা পূর্বে ‘Natore, sonora, Mexico’ হিসেবে পাওয়া যেত। দীর্ঘদিনের এ সমস্যাটি নিয়ে দৃষ্টি আকর্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।

 

জানা যায়, ফেসবুকে নাটোর হোমটাউন হিসেবে সিলেক্ট করতে গেলেই মেক্সিকোর একটি ছোট শহরকে ইনডিকেট করত। বিষয়টি নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী পলকের দৃষ্টি আকর্ষণ করেন অনেকে। অবশেষে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উদ্যোগ নিয়ে সমস্যাটির সমাধান করলেন।

বৈশাখী নিউজফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর