নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন: আরও ২ জন গ্রেফতার

আপডেট: October 7, 2020 |
print news

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হল।

মঙ্গলবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- একলাশপুর গ্রামের মোহাম্মদ সোহাগ (২১) ও নুর হোসেন ওরফে রাসেল (৩০)।
এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের নাম মামলার এজাহারে নেই। তবে তদন্তে ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর