ফুটবলার মোহাম্মদ সালাহর মানবিকতা

আপডেট: October 7, 2020 |
print news

ফুটবলার মোহাম্মদ সালাহ ফুটবল মাঠে যেমন দুই পায়ের অসাধারণ মনকাড়া জাদু দেখিয়ে সারা পৃথিবীতে অগণিত ভক্তের মন জয় করে নিয়েছেন, মানবিকতায় ও অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে আবার ও অগণিত মানুষের মন জয় করে নিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি দেদারসে টাকা ঢালছেন বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে। শুধু এই দুই তারকাই নন, সাধারণ মানুষের জীবনকে আরেকটু ভালো করতে অনেক ফুটবলার ,ক্রিকেটার সহ ক্রীড়াজগতের তারকারা নানাভাবে সাহায্য করছেন। মোহাম্মদ সালাহ ও এক ভুক্তভোগীকে যেভাবে সাহায্য করলেন তা শুনলে ‘সুপারম্যান’ সিনেমার দৃশ্য চোখে ভেসে উঠবে।

না, সালাহ মাঠের ‘সুপারম্যান’ হলেও বাস্তবে তো তা হওয়ার অবকাশ নেই। নাকি আছে? প্রচলিত কথা হলো, ইচ্ছা থাকলেই উপায় হয়। সালাহ তেমনই এক উপায় বের করে নিয়েছিলেন—তাতে স্বয়ং সেই ভুক্তভোগীর চোখেই সালাহ ‘বাস্তব-জীবনের নায়ক।’ তাহলে খুলেই বলা যাক। ঘটনাটা গত মাসে লিভারপুলের মাঠে অ্যানফিল্ডের কাছে গৃহহীন, আশ্রয়হীন এক মানুষকে ঘিরে।

লিভারপুলে এক পেট্রল স্টেশনের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন লিভারপুল ফরোয়ার্ড। হঠাৎ তাঁর চোখ আটকে যায় স্টেশনে। এক ভবঘুরে ধরনের লোককে কয়েকজন মিলে হয়রানি করছে। সালাহ আর একটুও দেরি করেননি। স্টেশনের পাশে গাড়ি থামিয়ে বাধা দেন উত্ত্যক্তকারীদের। তাদের বলেন, একদিন তোমাদেরও এমন পরিস্থিতি হতে পারে। এরপর গৃহহীন লোকটিকে কিছু টাকা দেন মিসরীয় তারকা। সে ঘটনা থেকে যায় পেট্রল স্টেশনের সিসিটিভি ক্যামেরায়।

আর ডেভিড ক্রেগ নামে ভুক্তভোগী সেই লোকটি যেন ‘আসমানের চাঁদ’ হাতে পেয়েছিলেন কিছুক্ষণের জন্য। লিভারপুলের যে তারকাকে ফুটবল বিশ্ব একনামে চেনে, সেই সালাহ তাঁকে বিপদ থেকে উদ্ধার করেছেন—এমন কিছু ক্রেগের সুদূরতম কল্পনাতেও ছিল না!

কিন্তু সেটাই ঘটে যাওয়ায় ক্রেগ আর নিজেকে ধরে রাখতে পারেননি। ব্রিটিশ ট্যাবলয়েড ‘সান’কে বলেন, ‘মো লিভারপুলের হয়ে মাঠে যতটা সুন্দর, (পেট্রল স্টেশনে) ততটাই সুন্দর ছিল। কয়েকজন লোক মিলে আমাকে যা যা বলেছে সে সব শুনেছে। এরপর তাদের বলেছে “কয়েক বছরের মধ্যে তোমাদেরও এমন হতে পারে।” মো (সালাহ) ১০০ পাউন্ড আমার হাতে তুলে দেওয়ার পরই টের পেয়েছি আমি স্বপ্ন দেখছি না।’

ঘটনাটা সবিস্তারে বলেছেন ক্রেগ, ‘মো দেখেছে কয়েকজন মিলে আমাকে নিগৃহীত করছিল। ওরা মুখ খারাপ করছিল এবং ভিক্ষা না করে চাকরি জুটিয়ে নেওয়ার কথা বলছিল। এরপর মো তাদের সঙ্গে কথা বলে বিদায় করে ক্যাশমেশিনের কাছে যায়। কী যে ভালো লাগছিল তখন। আমি তার বড় ভক্ত। মো আমার চোখে বাস্তব-জীবনের নায়ক এবং তাকে ধন্যবাদ জানাতে চাই।’

সালাহ যেদিন ক্রেগকে বাঁচালেন সেদিন রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৩-১ গোলে হারায় লিভারপুল। সেদিন গোল না পেলেও পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন লিভারপুল তারকা। এমনিতে জনহিতকর কাজের জন্য খ্যাতি রয়েছে সালাহর। জন্মভূমি মিসরে মেডিকেল সেন্টার ও মেয়েদের স্কুলের জন্য তহবিল দিয়েছেন তিনি।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর