ইনবা ও পাইথনের বন্ধুত্ব!

আপডেট: October 9, 2020 |
print news

বিশাল আকৃতির  একটি পাইথন ১১ ফুট লম্বা ! পাইথনটির নাম বেলে। বিশালাকার  পাইথনটি একটি সুইমিংপুলে সাঁতার কাটছিল  । সেই সুইমিংপুলেই নেমে পড়ে আট বছরের কন্যাশিশু ইনবার। এরপর সাপের সঙ্গে সাঁতার কাটতে থাকে সে। এমনকি সাপের মাথা ধরে আদরও করে সে।

ভিডিওটি দেখলে যে কারো গা শিউরে ওঠার কথা। তবে এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ, পাইথনটি ইনবার এর পরিবারের পোষা।

ইসরায়েলে ইনবার এর পরিবার থেকে প্রাণীদের অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে; রয়েছে নানা প্রজাতির সাপ।

সেসব প্রাণীর সঙ্গে বেড়ে উঠেছে ইনবার। পাইথনটির সঙ্গে তার সখ্যতা দীর্ঘদিনের। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদনও হয়েছে।

বৈশাখী নিউজ/ ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর