সৌদি যুবরাজ সহ ২৮ জনের বিরুদ্ধে খাসোগজির বাগদত্তার মামলা দায়ের

সময়: 12:03 pm - October 21, 2020 | | পঠিত হয়েছে: 2 বার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আদালতে সৌদিআরবের যুবরাজ মুহম্মদ বিন সালমান সহ ২৮ জনের বিরুদ্ধে , সৌদি সাংবাদিক জামাল খাসোগজি হত্যার বিরুদ্ধে স্থানীয় সময় মঙ্গলবার মামলা দায়ের করা হয়। খাসোগজির বাগদত্তা হেতিস চেঙ্গিজ ও খাসোগজির প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার গ্রুপ (ডন) এই মামলা দায়ের করে। আল জাজিরা

হেতিজ চেঙ্গিজ বলেন, ‘জামাল বিশ্বাস করতো যুক্তরাষ্ট্রে যে কোনো কিছুই সম্ভব। তার বিশ্বাসের প্রতি আস্থা রেখে আমি মার্কিন বিচার বিভাগের ওপর এই হত্যার ন্যায়বিচার ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দায়িত্ব ন্যাস্ত করেছি।

মামলায় ২০১৮ সালের ইস্তাম্বুরের সৌদি দূতাবাসে খাসোগজি হত্যার ক্ষতিপূরণ চাওয়া হয়। এই ক্ষতিপূরণ বিচারকরাই নির্ধারণ করবেন তবে আসামীরা সবাই যুক্তরাষ্ট্রের বাহিরে অবস্থান করায় এই মামলাটি কঠিন হবে।

২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সৌদি রাজপরিবারের সমালোচক খাসোগজিকে হত্যা করা হয়। তার দেহাবশেষ খুঁজে পাওয়া যায় নি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বলছে, সৌদি যুবরাজই খাসোগজি হত্যার নির্দেশ দিয়েছিলেন। খাসোগজি হত্যকাণ্ডে তীব্র আন্তর্জাতিক নিন্দা ও সামালোচনার শিকার হয় সৌদিআরব। সিনেটে মার্কিন আইন প্রণেতারা সৌদি যুবরাজকে এই হত্যার জন্য দায়ী করে রেজ্যুলেশন আনেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান হত্যাকারীতে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর