চিত্রনায়ক মান্নার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট: February 17, 2021 |
print news

চিত্রনায়ক এসএম আসলাম তালুকদার মান্নার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৮ সালের আজকের এই দিনে মারা যান।

মান্না তার জীবদ্দশায় অনেক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, ত্রাস, লাল বাদশা, আম্মাজান, আব্বাজান, রুটি, অন্ধ আইন, স্বামী-স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা-বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া ইত্যাদি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয় ও মান্নার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে মান্নার সহধর্মিণী শেলী মান্না বলেন, ‘করোনার কারণে এবার সীমিত পরিসরে কর্মসূচি পালন করা হবে। মান্নার কবর জিয়ারত ও দোয়া মাহফিল হবে।’

অপরদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে আজ বাদ আসর এফডিসিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এ সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর