করোনায় আক্রান্ত খুলনার এমপি জুয়েল

আপডেট: February 19, 2021 |
print news

খুলনা-২ আসনের সাংসদ শেখ সালাহউদ্দিন জুয়েল করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে খুলনাবাসীসহ দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন তিনি ও তার পরিবার।

সাংসদ শেখ সালাহউদ্দিন জুয়েলের ব্যক্তিগত সহকারী ও মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী জাহিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি তার ঢাকাস্থ বাসভবনেই অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতে অসুস্থ বোধ করায় রাত সাড়ে আটটার দিকে তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর