অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গিলক্রিষ্টের আইপিএল নিয়ে বিতর্কিত প্রশ্ন

আপডেট: April 25, 2021 |

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলে উঠতে পারছে না ভারত।

ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। রাত পোহালেই সংক্রমণ ও আক্রান্তের নতুন রেকর্ড শুনতে পাচ্ছেন ভারতীয়রা। গোটা ভারত মৃত্যুপুরীতে পরিণত। করোনার নতুন স্ট্রেইন বিপজ্জনক হয়ে উঠেছে।

এমন মৃত্যুপুরীতে চলছে দেশটির জমজমাট ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল।

বিষয়ে ভালোভাবে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।

চলতি আইপিএলে নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক উসকে দিলেন এই সাবেক উইকেটকিপার, যা ভারতের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

এক টুইটে করে অস্ট্রেলিয়ার সাবেক তারকা লেখেন, ‘বর্তমানে ভারতে কোভিড পরিস্থিতি খুবই খারাপ। এ অবস্থায় আইপিএল চলছে। এটা কি ঠিক? নাকি এই কঠিন পরিস্থিতিতে এটাই ভারতবাসীকে কিছুটা স্বস্তি দিচ্ছে? যেটাই হোক ভারতবাসীর জন্য আমার শুভ কামনা।’

 

গিলক্রিস্টের এই মন্তব্য ইতোমধ্যে ঝড় তুলেছে ভারতের সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে বিভক্তির দেখা দিয়েছে। অনেকে গিলক্রিস্টের পক্ষ নিয়েছেন। অনেকেই আবার বিপক্ষে মত দিচ্ছেন।

বেশকিছু নেটিজেন বিষয়টিকে গিলক্রিস্টের সাহসিকতার পরিচয় হিসেবে দেখছেন।

সাবেক অসি তারকার প্রশংসায় তারা বলেন, ভারতের কোনো ক্রিকেটার এ ব্যাপারে মুখ খোলার সাহস পাচ্ছেন না। কিন্তু গিলক্রিস্ট ঠিকই পেরেছেন। প্রশ্ন তুলেছেন এমন জরুরি পরিস্থিতিতে আইপিএল অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গে।

তবে কেউ কেউ ভিন্নভাবে দেখছেন বিষয়টিকে। তারা বলছেন, হাজার দুঃসংবাদের মাঝে ক্রিকেট কিছুটা আনন্দ দিচ্ছে মানুষকে। লকডাউনে ব্যস্ত রেখেছে।

প্রসঙ্গত মহামারির দ্বিতীয় ঢেউয়ে নতুন স্ট্রেইনের সংক্রমণে নাকাল অবস্থা ভারতের।  দিনে দিনে বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যু। শ্মশানে দিন-রাত জ্বলছে চিতা। হাসপাতালে শয্যার সংকট, অক্সিজেন সংকটসহ নানা সমস্যা প্রকট আকার ধারণ করছে।

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজার ৭৬০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।

অনেক জায়গায় নাইট কারফিউ চলছে। তার মধ্যেও আইপিএল নিয়ে উন্মাদন দৃষ্টিকটূ লাগছে গিলক্রিস্টসহ অনেকের।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা, টুইটার

বৈশাখীনিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর