করোনায় আরো ৯৭ জনের মৃত্যু

আপডেট: April 26, 2021 |

সোমবার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে কোভিড গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ২২৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৭৮৬ জনের। এখন পর্যন্ত ৪৫ লাখ ৬৬ হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জন। মোট মারা গেছেন ১১১৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

বৈশাখীনিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর