২০২২ সালের মধ্যেই পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে : বিল গেটস

আপডেট: April 27, 2021 |
print news

২০২২ সালের মধ্যেই পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে মনে করেন জনহিতৈষী হিসেবে পরিচিত বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস।

এর আগেও তিনি তার এই আশার কথা জানিয়েছিলেন। তার মতে, এই সময়ের মধ্যেই বিশ্বের দেশগুলোতে কোভিড ভ্যাকসিন সহজলভ্য হয়ে যাবে আর বিশ্ব কোভিডমুক্ত হতে পারবে। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব আশার বাণী শোনান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তবে আগামী বছরও কোভিডের প্রকোপ থাকবে বলে জানান তিনি।

৬৫ বছর বয়সি বিল গেটস বলেন, আমাদেরকে এখনই পরবর্তী মহামারির জন্য প্রস্তুতি নিতে হবে। তার আশঙ্কা, মানুষ কোভিড মুক্ত হওয়ার পর এর ভয়াবহতার কথা ভুলে যাবে।

বৈশাখীনিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর