মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটি দখল করে নিয়েছে জাতিগত সংখ্যালঘু কারেন গোষ্ঠী

আপডেট: April 27, 2021 |

থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর একটি ঘাঁটি দখল করে নিয়েছে দেশটির জাতিগত সংখ্যালঘু কারেন গোষ্ঠী।

গত পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ চলছে। সেনাদের গুলি ও নির্যাতনে এ পর্যন্ত সাত শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। দশকের পর দশক ধরে স্বায়ত্ত্বশাসনের জন্য লড়াই করা মিয়ানমারের কয়েকটি সংখ্যালঘু গোষ্ঠী সেনা অভ্যুত্থানবিরোধীদের সহযোগিতার ঘোষণা দিয়েছে।

 

মঙ্গলবার সকালে দ্য কারেন ন্যাশনাল ইউনিয়ান (কেএনইউ) জানিয়েছে, তারা একটি সেনা চেকপোস্ট দখল করেছে এবং এটি পুড়িয়ে দিয়েছে।

গোষ্ঠীটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রধান পাদোহ স ত নি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা এখনও হতাহতদের সংখ্যা জানার চেষ্টা করছেন। সীমান্তের অন্যান্য স্থানে মিয়ানমার সেনাদের সঙ্গে এখনও লড়াই চলছে বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয়রা জানিয়েছেন, তারা বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছেন। কারণ তাদের আশঙ্কা এর শোধ নিতে সেনারা কঠোর হামলা চালাবে।

 

হকারা নামে এক বাসিন্দা বলেন, ‘কেউ থাকার সাহস করছে না…সকালে যখন লড়াই শুরু হয়েছে তখনই তারা পালাতে শুরু করেছে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর