দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি

আপডেট: April 28, 2021 |
print news

কোনো পরিবর্তন ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ বুধবার দুপুরে শ্রীলঙ্কা থেকে এক বিজ্ঞপ্তিতে দল ঘোষণার তথ্য জানায় বিসিবি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অবশিষ্ট এই দুই ম্যাচের সব কয়টিই হচ্ছে শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। প্রথমটিতে ড্রয়ের পর আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে টাইগারদের দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, শরিফুল ইসলাম ও ইয়াসির আলী।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর