শেষ ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

আপডেট: May 26, 2021 |

সিরিজের প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে ছিলেন না নাঈম শেখ। তৃতীয় ওয়ানডের স্কোয়াডে বাঁহাতি এই ওপেনারকে দলে রেখেছেন নির্বাচকরা। ১৫ জনের স্কোয়াড বাড়িয়ে করা হয়েছে ১৬ জনে। বুধবার (২৬ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছিলেন নির্বাচকরা। যেখানে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন নাঈম। এবার তৃতীয় ওয়ানডের স্কোয়াডে থাকছেন বাঁহাতি এই ওপেনার। এদিকে প্রথম দুই ওয়ানডেতে হতাশ করলেও লিটন দাসকে স্কোয়াডে রেখে দিয়েছেন নির্বাচকরা। এছাড়া মোহাম্মদ মিঠুনও আছেন দলে। লিটন দুই ম্যাচে খেললেও মিঠুন সুযোগ পেয়েছেন শুধু প্রথম ওয়ানডেতে।

এদিকে এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী শুক্রবার (২৮ মে) হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে তামিম ইকবালের দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর একটায় শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আঈনে ১০৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এর মধ্য দিয়েই ৮টি দ্বিপাক্ষিক সিরিজ পর লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

বাংলাদেশের শেষ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম শেখ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর