ঘূর্ণিঝড় ইয়াস : প্রস্তুত নৌবাহিনীর ১৮ যুদ্ধজাহাজ

আপডেট: May 26, 2021 |

অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী জরুরি উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর ১৮টি যুদ্ধ জাহাজ। বুধবার (২৬ মে) নৌবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিশেষ সতর্কবার্তায় বলা হয়, ঘূর্ণিঝড়টি এখন চট্টগ্রাম বন্দর থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি কক্সবাজার থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা বন্দর থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ৩৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

ইয়াস আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুরের দিকে ভারতের ধামরা বন্দরের উত্তর ও বালাসোরের দক্ষিণ দিক দিকে ভারতের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে অতিক্রম করতে পারে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর