ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭১৭ জন

আপডেট: May 26, 2021 |

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭১৭ জন। ভারতের গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধপ্রদেশের আক্রান্তের হার সবচেয়ে বেশি। সরকারি তথ্যের বরাত দিয়ে আজ বুধবার এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

গত সপ্তাহে ভারতে করোনাভাইরাসের রোগীদের মধ্যে মিউকরমাইকোসিস (ব্ল্যাক ফাঙ্গাস) শনাক্ত হলে এটিকে মহামারী ঘোষণা করার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতের মহারাষ্ট্রে ২৭৭০, গুজরাটে ২৮৫৯, অন্ধ্রপ্রদেশে ৭৬৮ জনের ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। তবে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে এখনো ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়নি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর