দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায় : জি এম কাদের

আপডেট: May 26, 2021 |

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তাই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে’।

আজ বুধবার (২৬ মে) এক বিবৃতিতে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি আরো বলেন, ‘করোনাকালে প্রমাণিত হয়েছে দেশের স্বাস্থ্যসেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। জীবনরক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে রোগীদের’।

জি এম কাদের বলেন, ‘দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না। আমরা চাই বিনা চিকিৎসায় একজন রোগীরও যেন মৃত্যু না হয়। চিকিৎসাসহ মানুষের সব অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি’।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর