মেলবোর্নে আরো এক সপ্তাহ লকডাউন বৃদ্ধি

আপডেট: June 2, 2021 |
print news

অষ্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে করোনা সংক্রমণ রোধে লকডাউনের সময় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

চতুর্থবারের মতো দেয়া লকডাউনের মেয়াদ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হতে যাওয়ার প্রেক্ষিতে বুধবার এক ঘোষণায় এ কথা বলা হয়।

ভিক্টোরিয়া অঙ্গ রাজ্যের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জেমস মারলিনো বলেছেন, আমাদেরকে এই লকডাউন অব্যাহত রাখতে হবে, না হয় লোকজন মারা যাবে। কারণ আমরা খুব বেশি সংক্রামক ধরনের ভাইরাস মোকাবেলা করছি।

ভারত থেকে অষ্ট্রেলিয়া আসা সংক্রমিত এক যাত্রীর মাধ্যমে নতুন করে করোনা ছড়িয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ওই ব্যক্তির সংম্পর্শে আসা লোকজনকে শনাক্ত করা হয়েছে। মেলবোর্নে করোনা রোগীর সংখ্যা বর্তমানে ৩৫০ জনে দাঁড়িয়েছে।

এদিকে অষ্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রয়েছে। কেবলমাত্র নিউজিল্যান্ডের সঙ্গে সীমান্ত খোলা আছে।

অষ্ট্রেলিয়ার আড়াইকোটি জনসংখ্যার মধ্যে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩০ হাজার লোক।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর