গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট: June 4, 2021 |
print news

ভয়াবহ অগ্নিকাণ্ডে গোপালগঞ্জে  পুড়ে গেছে ১৫টি দোকান। এতে একজন আহত হয়েছে। এ ঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রিন্স হাওলাদার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (০৩ জুন) রাতে সদর উপজেলার পাটকেল বাড়ী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রিন্স হাওলাদার জানান, রাতে পাটকেল বাড়ী বাজারের মিতেশ গোলদারের পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারে মুদি দোকান, টেইলার্স, ডাচ বাংলা ব্যাংকে এজেন্ট ব্যাকিং-এর শাখাসহ ১৫ দোকান পুড়ে যায়।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

বৈশাখীনিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর