বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা বিতরণে ২৪০ কোটি ডলার সাহায্য পেল

আপডেট: June 4, 2021 |

বিশ্বের দরিদ্রতম দেশের জন্য করোনার টিকা নিশ্চিত করা এবং তা বিতরণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মসূচিতে বড় রকমের আর্থিক সাহায্য এসেছে।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে জানা গেছে, জাপান আয়োজিত এক ভার্চুয়াল শীর্ষ বৈঠকে কোভ্যাক্সের এই উদ্যোগে ২৪০ কোটি ডলার পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। জাপান একাই ৮০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

এই কর্মসূচিতে কানাডা, ফ্রান্স, স্পেন ও সুইডেনের তরফ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

টিকা নিয়ে যেন রাজনীতি না হয় ও সমবণ্টনের মাধ্যমে ধনী-গরিব সব দেশেই পৌঁছায়- সেই কথা মাথায় রেখে কোভ্যাক্স প্রকল্প তৈরি করে স্বাস্থ্য সংস্থা।

কোভ্যাক্স প্রথম থেকে এ পর্যন্ত ৯৬০ কোটি ডলার তুলতে পেরেছে। অনেক রাষ্ট্রই তাদের নিজস্ব টিকার মজুদ থেকে লাখ লাখ ডোজ কোভ্যাক্সকে দান করার প্রতিশ্রুতি দিয়েছে এবং এ ক্ষেত্রেও জাপান সর্বাধিক তিন কোটি ডোজ প্রদান করেছে।

কোভ্যাক্স কর্মসূচির অধীনে এরই মধ্যে ১২৭টি দেশে ৭ কোটির বেশি ডোজ টিকা বিতরণ করা হয়েছে।
টিকাপ্রাপ্তদের মধ্যে রয়েছে প্রত্যন্ত দ্বীপপুঞ্জ, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল। অন্তত ৩৫টি দেশ শুধুমাত্র কোভ্যাক্সের কল্যাণে কভিড টিকা পেয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ১ লাখ ৬২০ ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকা পেয়েছে বাংলাদেশ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর