তোমারও করোনা হোক, পুত্রবধূকে জড়িয়ে ধরে করোনায় আক্রান্ত শাশুড়ি

আপডেট: June 4, 2021 |
print news

করোনা মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। সংক্রামক এই ভাইরাস থেকে মুক্ত থাকতে অনেক কিছুই করছেন সবাই। তবুও যেন নিস্তার মিলছে না।

এদিকে ছেলের বউকে করোনা আক্রান্ত করতে তাকে জড়িয়ে ধরেছেন শাশুড়ি। ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের সমারিপেটা গ্রামের। সেই গ্রামের এক নারী করোনা আক্রান্ত হন। নিয়ম অনুযায়ী তাকে আইসোলেশনে রাখা হয়।

কিন্তু পরিবারের সবার কাছ থেকে দূরে, এছাড়া সবাই এড়িয়ে চলছেন বিষয়টি মানতে পারছিলেন না।

তাই একদিন পুত্রবধূর কাছে জানতে চান, ‘আমি মরে গেলেও তোমরা সবাই ভালো থাকতে চাও?’ এরপর তাকে জড়িয়ে ধরেন। এই ঘটনার পর পুত্রবধূর করোনা টেস্ট করালে তা পজিটিভ আসে।

এ প্রসঙ্গে ওই পুত্রবধূ ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে বলেন, আমারও যেন করোনা হয়।’

করোনা আক্রান্ত হওয়ার পর সেই পুত্রবধূ শ্বশুর বাড়ি থেকে বের হয়ে বোনের বাড়িতে ওঠেন। সেখানে নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। তার চিকিৎসা চলছে। পুরো ঘটনা প্রকাশ্যে আসার পর অনেকেই সেই শাশুড়ির সমালোচনা করছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর