পাকিস্তানের পার্লামেন্টে আইনপ্রণেতাদের উত্তপ্ত বাক্যবিনিময়

আপডেট: June 16, 2021 |

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ মঙ্গলবার এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির সরকারি ও বিরোধীদলীয় নেতারা গালাগালি ও একে অপরকে লক্ষ্য করে বাজেটের কপি ছুড়ে মেরেছেন। এতে এক নারী সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার জাতীয় পরিষদে ২০২১-২২ সালের বাজেট নিয়ে বিতর্ক আয়োজন করা হয়। শুক্রবার দেশটির অর্থনমন্ত্রী শওকত তারিন বাজেটটি উত্থাপন করেছেন।

বাজেট বিতর্কের শুরুতে বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ প্রারম্ভিক বক্তব্য দেওয়ার সময় ক্ষমতাসীন দলের সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ শুরু করেন।

আইনপ্রণেতারা একে অপরের মুখোমুখি হয়ে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু করলে মুহূর্তেই তা কুরুক্ষেত্রে রূপ নেয়। পরে শুরু হয় গালাগালি। একপর্যায়ে একদল অপর দলকে লক্ষ্য করে বাজেটের কপি নিক্ষেপ করে।

ক্ষমতায় থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আলি আওয়ানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাকে চিৎকার করে কথা বলতে গেছে।

পিটিআইয়ের এক নারী আইনপ্রণেতা মালেকা বোখারির চোখে বাজেটের একটি কপি লাগায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার মারাত্মক কোনো ক্ষতি হয়নি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর