নন্দীগ্রামের ফল নিয়ে হাইকোর্টে মমতা

আপডেট: June 18, 2021 |
print news

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিরোধী দলীয় নেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিজয়কে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল নেত্রী। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে করা পিটিশনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২ মে ভোট গণনার দিন প্রথমে খবর বের হয় এক হাজার ২০০ ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা। এর কিছুক্ষণ পরেই আবার খবর আসে, নন্দীগ্রামে মমতা নয়, শুভেন্দুর জয়।

প্রায় দুই হাজার ভোটের ব্যবধান শুভেন্দু জিতেছেন নন্দীগ্রাম থেকে। পরে শুভেন্দুকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তখন থেকেই গণনায় কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল।

ভোটের ফল প্রকাশের দিনই মমতা সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, নন্দীগ্রামের ফল নিয়ে তিনি আদালতে যাবেন।

ওই সময় গণনায় কারচুপির অভিযোগে তুলে ধরা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। গণনার সময়ে দু’ঘণ্টার জন্য সার্ভার চলে যাওয়ার ঘটনা ঘটেছিল। তা নিয়ে বার বার প্রশ্ন তুলেছে মমতার দল।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর