রাতে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম

আপডেট: June 21, 2021 |
print news

ইউরো চ্যাম্পিয়ন শিপে গ্রুপ বি তে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ ফিনল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে নকউট পর্ব নিশ্চিত করা বেলজিয়াম।

ম্যাচ শুরু হবে রাত ১টায়। একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে রাশিয়া খেলবে ডেনমার্কের বিপক্ষে।

ছোট হয়ে আসছে ইউরোর ফিকশ্চার। একে একে শেষ হতে চলেছে গ্রুপ পর্বের লড়াই। এরই মধ্যে গ্রুপ ব্যারিয়ার ভেঙে অনেকেই জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। গ্রুপ বি তেও রাতে বাজতে চলেছে বিদায় ঘণ্টা। ডেনমার্কের সঙ্গে কে বিদায় নেবে, রাশিয়া নাকি ফিনল্যান্ড? ওদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে বেলজিয়াম।

নকআউট স্টেজে বি গ্রুপে চ্যাম্পিয়নের ঘরটা এখনো ফাঁকা। তবে টানা দুই ম্যাচ জিতে সেই ঘরে এক পা দিয়ে রেখেছে বেলজিয়াম। আজ সেন্ট পিটার্সবার্গে বেলজিয়ানরা শেষ হাসি হাসলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এন্ট্রি নেবে শেষ ষোলোতে।

রাশানদের ৩-০, ডেনিশদের বিপক্ষে ২-১, উইনিং মুডে রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনারা। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেলজিয়ানদের প্রতিপক্ষ ফিনল্যান্ড রয়েছে ৩ পয়েন্ট নিয়ে তিনে। এডনে হ্যাজার্ডদের পা হড়কালেই ভাগ্য খুলে যাবে ফিনল্যান্ডের। আর ড্র করলেও ফিনিশদের শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছে। সে ক্ষেত্রে সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থাকা রাশিয়াকে হারতে হবে ডেনমার্কের কাছে।

দুই ম্যাচে কোনো জয় নেই শেষ ম্যাচে একটা জয় নিয়ে আসর শেষ করার প্রত্যাশা করতেই পারে ডেনমার্ক।

সে ক্ষেত্রে সাধ্যের বাইরে গিয়ে খেলতে হবে প্রতিপক্ষ রাশিয়ার বিপক্ষে। সেই চ্যালেঞ্জটাই নিতে যাচ্ছে ডেনিশরা। অসুস্থ ক্যাপ্টেন ক্রিশ্চিয়ান এরিকসনের জন্য হলেও শেষ ম্যাচটা জিতেত চায় ডেনমার্ক।

এদিকে বেলজিয়ামের বিপক্ষে ৩-০ গোলে হারের পর ফিনল্যান্ডের বিপক্ষে ঘুরে দাড়ায় রাশানরা। তবে ম্যাচে জয় পায় মাত্র ১-০ গোলে। ডেনমার্কের বিপক্ষে হেরে গেলে বিদায় নিতে হবে, তবে ড্র করলেও সুযোগ থাকবে নক আউট পর্বের।

সেক্ষেত্রে আবার ফিনল্যান্ডকে হার কিম্বা ড্র করতে হবে বেলজিয়ামের সাথে, তবে রাশানরা ম্যাচ জিতলে নিশ্চিত ঠিকানা শেষ ষোলো। তাই নিজেদের স্কোর কিম্বা স্কোরার দুই জায়গাতেই বাড়তি মনোযোগী হতে হবে রাশানদের।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর