ইথিওপিয়ায় বিস্ফোরণে নিহত ৪৩

সময়: 10:52 am - June 24, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

ইথিওপিয়ার প্রাদেশিক রাজধানী মেকেলের আশপাশের এলাকায় নতুন করে লড়াই শুরু হয়েছে। টিগ্রে অঞ্চলের একটি বাজারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৩ জন লোকের মৃত্যু হয়েছে।

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, মেকেলের পশ্চিমে টোগোগো শহরে বুধবার স্থানীয় সময় বেলা ১টায় বোমাটি বিস্ফোরিত হয়।

বোমাটি বিমান থেকে ফেলা হয়েছে নাকি আর্টিলারি শেলের আঘাতে বাজারটি ক্ষতিগ্রস্ত হয়েছে— এ বিষয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে।

স্থানীয় চিকিৎসা কর্মীরা জানান, বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তবে কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, নিহতের সংখ্যা অর্ধ শতাধিক।

এ দিকে স্বাস্থ্য কর্মকর্তারা অভিযোগ করেন, ইথিওপিয়ার সেনাবাহিনী অ্যাম্বুলেন্সকে বোমায় ক্ষতিগ্রস্ত অকুস্থলে প্রবেশে বাধা দেয়।

তবে সামরিক বাহিনীর মুখপাত্র বাধা দেওয়ার কথা অস্বীকার করেন।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বুধবার জানায়, ইথিওপিয়ান রেড ক্রস ও অন্যান্য সেবাদানকারীদের সহায়তায় আহত লোকজনকে টোগোগোর বাজার থেকে মেকেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর