বিদেশ যেতে চাইলে ক্ষমা চাইতে হবে খালেদাকে: আইনমন্ত্রী

আপডেট: June 30, 2021 |

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাইলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পেতে পারেন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, ক্ষমা চাওয়ার বাইরে অন্য কোনো প্রক্রিয়ায় খালেদার বাইরে গিয়ে চিকিৎসা নেয়ার সুযোগ নেই।

জাতীয় সংসদে বুধবার ২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে আইন মন্ত্রণালয়ের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে অংশ নিয়ে বিএনপিদলীয় সংসদ সদস্যরা খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ চান। এর জবাবে আইনমন্ত্রী উল্লেখিত কথাগুলো বলেন।

মন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার পরিবারের সদস্যরা আমার কাছে একটি আবেদন নিয়ে এসেছিলেন। কিন্তু তারা দরখাস্তে কোনো ধারার কথাও লেখেননি। পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি সেটা ৪০১ ধারার কথা যুক্ত করি।

‘তাকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়া হয় ওই ধারায়। এখন তিনি সেই ধারাতেই জেলের বাইরে আছেন।’

তিনি বলেন, ‘এখন তারা আবার ওই ধারায় তাকে বাইরে নেয়ার কথা বলছেন; সংসদে বক্তৃতা করছেন। কিন্তু একই আইনে তো একবারই সুবিধা নেয়া যায়। বারবার অযৌক্তিক দাবি করা তো অন্যায়। ৪০১ ধারায় ছয়টি সেকশন আছে। কোনো সেকশনই তাদের দাবি কভার করে না।’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আনিসুল বলেন, ‘বেগম জিয়া তো চিকিৎসা পাচ্ছেন। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। তাতে তো আমরা বাধা দিইনি। কাউকেই দিইনি।’

মন্ত্রী বলেন, ‘ওনাকে (খালেদা) যদি বাইরে গিয়ে চিকিৎসা নিতে হয়, তবে তাকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে ৪০১ ধারায়। অবশ্যই তাকে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর