জরুরি পণ্যের আড়ালে মাদক পরিবহন হচ্ছে: র‌্যাব

সময়: 8:02 pm - July 4, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

কঠোল লকডাউনের সুযোগ নিয়ে মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারিরা জরুরি পণ্যের আড়ালে মাদক পরিবহন করছে। এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে র‌্যাব।

আজ রোববার (০৪ জুলাই) রাজধানীর উত্তরা সোনারগাঁও জনপথ রোডের যমযম টাওয়ারের সামনে র‌্যাবের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্পট ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পেরেছে, কঠোর লকডাউনের সুযোগ নিয়ে এক শ্রেণির মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারিরা ট্রাক ও কাভার্ড-ভ্যানে জরুরি পণ্য সেবার আড়ালে মাদক পরিবহন করছে।

র‌্যাব মুখপাত্র আরও বলেন, যারা পাড়া-মহল্লাতেও জমায়েত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও র‌্যাব অভিযান পরিচালনা করবে। পাড়া-মহল্লার ভেতরে জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে এবং মাস্ক বিতরণ করা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর