নোয়াখালীতে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৩৪

আপডেট: July 6, 2021 |

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। শনাক্তের হার ৩০ দশমিক ৫৯ শতাংশ। এনিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৮৩৬ জনে। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৭ জনে। এর মধ্যে রয়েছেন সদর উপজেলায় ২৭ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জে ৫০ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিলে ১৪ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন ও কবিরহাটে ২০ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৪ শতাংশ।

আজ মঙ্গলবার (৬ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৩৫ জন, সুবর্ণচরে ৬ জন, বেগমগঞ্জে ১৯ জন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিলে ১০ জন, সেনবাগে ৯ জন, কোম্পানীগঞ্জে ২৮ জন ও কবিরহাটে ১৫ জন।

তিনি জানান, বর্তমানে জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১ জন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর