ফরিদপুর মেডিকেলে করোনা ইউনিটে মৃত্যু ১৫ জনের

আপডেট: July 8, 2021 |

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

জেলায় এখন পর্যন্ত করোনায় ও উপসর্গ নিয়ে এটিই সর্বাধিক মৃত্যুর সংখ্যা। এর মধ্যে করোনায় ৯ জন এবং উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪৫ দশমিক ৮১ শতাংশ।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালটির শয্যা সংখ্যা করোনা রোগীদের জন্য বাড়িয়ে ৩৬৬টি করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে ৩০৫ জন করোনা রোগী।

এ ছাড়া প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ফরিদপুরে এখন পর্যন্ত ১৪ হাজার ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী জেলায় এখন পর্যন্ত করোনায় ২৪৯ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৬৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে নয় জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয় জন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর